Latest News
Naba Ballygunge MahavidyalayaEstd : 1985. Affiliated to University of Calcutta

Re-Accredited with Grade B+ by NAAC

ISO 9001:2015 CERTIFIED

College Anthem

আমাদের এই শিক্ষাসদনে জীবনের সঞ্চয়,
নব বালিগঞ্জ এ মহাবিদ্যালয়৷
পড়াশোনা করি,পরীক্ষা দিই,শিখি জীবনের মানে,
এখানে আমরা সবাই মিলেছি শ্রদ্ধায়-সম্মানে৷
সকলকে নিয়ে বাঁচতে শেখায়,সকলেরই হয় জয়,
নব বালিগঞ্জ এ মহা বিদ্যালয়!
বাংলার নানা কোণ থেকে এসে ওল্টাই বই খাতা,
এই অঙ্গনে ঠাঁই পেতে দিল দক্ষিণ কলকাতা৷
খেলাধুলো, গান, কম্পিউটারে রঙিন, বর্ণময়!
নব বালিগঞ্জ এ মহাবিদ্যালয়!
শিক্ষায় যত বিভাগ রয়েছে,বাণিজ্য থেকে কলা,
স্নাতক পেরিয়ে স্নাতকোত্তরে আরও বড় পথ চলা,
এই পথরেখা ছাপ রাখে মনে, হয় চির-অক্ষয়৷
নব বালিগঞ্জ এ মহাবিদ্যালয়!

Naba Ballygunge Mahavidyalaya,
It is the treasure-trove of our life's savings.
We study here, we sit for examinations, and we learn life's skills,
We have all met here in mutual trust and respect.
Our institution teaches us to live together, with victory to each.
Naba Ballygunge Mahavidyalaya,
From diverse locales of the state we come here,
And we deal with our studies,
The entire south of Kolkata is our domain
Sports and music, colours and computer make it meaningful.
Naba Ballygunge Mahavidyalaya,
With all streams of studies – from humanities to commerce,
From undergraduate to postgraduate and beyond,
It leaves indelible marks in our lives.
Naba Ballygunge Mahavidyalaya
Timeless and immortal.
 

Naba Ballygunge Mahavidyalaya College Anthem